Nabadhara
ঢাকাশুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গণমাধ্যমে হামলা ও সম্পাদক নূরুল কবিরকে হেনস্থার ঘটনায় কনকসাস’র নিন্দা

মোছা: কাবা কাকলি, কবি নজরুল কলেজ প্রতিনিধি
ডিসেম্বর ১৯, ২০২৫ ১১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মোছা: কাবা কাকলি, কবি নজরুল কলেজ প্রতিনিধি

দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের অফিসে পরিকল্পিত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা এবং নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীরের ওপর হামলার ঘটনায় কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কনকসাস) গভীর ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মো. আতিক হাসান শুভ ও সাধারণ সম্পাদক মো. বাইজীদ হোসেন সা’দ অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার এবং ভবিষ্যতে গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

কনকসাসের নেতৃবৃন্দ বলেন, দেশের জাতীয় দৈনিক ও একজন প্রবীণ সম্পাদকের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা, গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের জন্য মারাত্মক হুমকি। পরিকল্পিতভাবে সংঘটিত এসব হামলার মাধ্যমে হামলাকারীরা সরাসরি জনগণের জানার অধিকার ক্ষুন্ন করেছে। এই বর্বরোচিত হামলাকারীরা দেশের গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘোর শত্রু।

কনকসাসের নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তাদের কণ্ঠরোধ করা যাবে না। দেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে ভয়মুক্ত পরিবেশে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টি করতে হবে। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের অফিস এবং নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীরের ওপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তির পাশাপাশি সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের হামলা, হুমকি ও হয়রানির সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান কনকসাসের নেতৃবৃন্দরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।