Nabadhara
ঢাকাশনিবার , ২০ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরের সদরপুরে হাত বাঁধা অজ্ঞাত যুবতীর উলঙ্গ মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি
ডিসেম্বর ২০, ২০২৫ ১০:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সদরপুর উপজেলায় সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন সড়কের পাশের ঢাল থেকে হাত বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবতীর (আনুমানিক ২০-২৫ বছর) উলঙ্গ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয় এক নারী কচুরিপানা বা লতা তুলতে গিয়ে মরদেহটি দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যুবতীর হাত বাঁধা ছিল এবং মুখে আঘাতের ক্ষতচিহ্ন রয়েছে। তার পরিচয় শনাক্ত করা যায়নি।

সদরপুর থানার সাব-ইন্সপেক্টর মামুনুর রশীদ বলেন, “অজ্ঞাত নারীর বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর। মুখে ক্ষতচিহ্ন দেখা গেছে।”

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ ধারণা করছে, এটি একটি হত্যাকাণ্ড হতে পারে। যুবতীর পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।