Nabadhara
ঢাকাশনিবার , ২০ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে ভাতা প্রদানে টাকা নেওয়ার অভিযোগ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
ডিসেম্বর ২০, ২০২৫ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য দুলাল রায়ের বিরুদ্ধে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতা প্রদানের নামে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দুলাল রায় চালিতাবাড়ি গ্রামের নিবারণ রায়ের ছেলে। অভিযোগে বলা হয়েছে, তিনি তার ওয়ার্ডের বিভিন্ন ভাতাভোগীর কাছ থেকে ৩ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন ভাতা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে।

নারিকেলবাড়ি গ্রামের বিধবা ভাতাভোগী সাবিত্রী হালদার বলেন, “বিধবা ভাতা করে দেওয়ার কথা বলে মেম্বার দুলাল রায় আমার কাছ থেকে ৪ হাজার টাকা নিয়েছে।” একই গ্রামের মেনকা হালদার জানান, “বয়স্ক ভাতা বানিয়ে দেবে বলে দুলাল মেম্বার আমার কাছ থেকে ৫ হাজার টাকা নিয়েছে। কিন্তু এখনো ভাতা দেয়নি। টাকা ফেরত চাইলে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে।”

অভিযুক্ত ইউপি সদস্য দুলাল রায় টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, “যাদের কাছ থেকে টাকা নিয়েছি, তাদের টাকা দ্রুত ফেরত দেব।”

রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচী বলেন, “২ নং ওয়ার্ডের সদস্য দুলাল রায়ের বিরুদ্ধে ভাতাভোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।