আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ হাফিজিয়া দারুল উলুম মাদ্রাসা বড় মসজিদের (মারকায) পবিত্র কোরআনুল কারীমের সবক প্রদান এবং পুরস্কার বিতরণ ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ই ডিসেম্বর) সকাল দশটায় মাদ্রাসার সম্মেলন কক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার ছাত্রদের সবক প্রদান করেন মুন্সিগঞ্জ শহর জামে মসজিদের মুহতামিম, ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আবরারুল হক হাতেমী।
অনুষ্ঠানে ১১ জন হেফজুল কোরআন ছাত্রদের সবক প্রদান করা হয়। আমপারা থেকে নাজেরা সবক প্রদান করা হয় ৮ জন ছাত্রকে। এছাড়াও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ভালো ফলাফল কারীদের পুরস্কৃত করা হয়।
এসময় মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন আনু এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার মারকাজ মসজিদের খতিব মুফতি হাসানুল হক সাহেব , মুফতি উমায়ের আহমেদ, মুফতি ফরিদ উদ্দিন আাযাদী, মুফতি মামুন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান, মাদ্রাসার সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ আরিফ হোসেন (দর্পণ), মুন্সিগঞ্জ তাবলীগ জামাতের আমির ইঞ্জিনিয়ার জাহিদ হোসেন, হাজী আমানুল্লাহ খান,আরিফ হোসেন লিটন প্রমুখ।

