Nabadhara
ঢাকাশনিবার , ২০ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি
ডিসেম্বর ২০, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর প্রতিনিধি

জামালপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে শহরের ফৌজদারী মোড়ে ছাত্র-জনতার উদ্যোগে এ গায়েবানা জানাজার আয়োজন করা হয়।

জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় শরিফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যারা হত্যাকারীদের ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। সকল বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

আলোচনায় অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, গণ অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসাইন, বানারের পাড় ফজিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ জয়নুল আবেদীন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রাকিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস, আমিমুল এহসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে জুলাই যোদ্ধা মোয়াজ আহমেদের ইমামতিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শরিফ ওসমান হাদি এবং জুলাই গণঅভ্যূত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর শরিফ ওসমান হাদি মারা যান। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।