এসআই মল্লিক, ঝিনাইদহ প্রতিনিধি
ইতালি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা রিন্টু মিয়াকে সম্মাননা জানিয়েছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা শহরের শাহী মসজিদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, রেমিটেন্স যোদ্ধারাই দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। পরিবার-পরিজন, স্ত্রী-সন্তান ছেড়ে বিদেশে গিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা যে অর্থ উপার্জন করেন, তা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের সম্মান জানানো রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, রেমিটেন্স যোদ্ধারা অনেক সময় নানা ধরনের হয়রানি ও প্রতারণার শিকার হন। এ কারণে সরকার তাদের জন্য আলাদা সম্মান ও স্বীকৃতির ব্যবস্থা করেছে।
রিন্টু মিয়ার জীবনসংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, রিন্টু মিয়া নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে কৃষি শ্রমিকের ভিসা নিয়ে ২০১২ সালে ইতালিতে পাড়ি জমান। গত ১৩ বছরে কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি নিজে স্বাবলম্বী হয়েছেন এবং পরিবারের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করেছেন। শুধু তাই নয়, ইতালিতে একটি গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপন করে অর্ধশতাধিক বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। যা আমাদের যুব সমাজের জন্য অনুকরণীয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ূন বাবর ফিরোজ, সাবেক চেয়ারম্যান দিপু, মুক্তার হোসেন, আরজান হাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের শমসের আলীর ছেলে রিন্টু মিয়া জমিজমা বিক্রি করে দীর্ঘ চার বছর দালালের পেছনে ঘুরে অবশেষে ২০১২ সালে ইতালি যাওয়ার সুযোগ পান। ২০২৩ সালে তিনি সরকারি ভাবে ‘রেমিটেন্স যোদ্ধা’ হিসেবে সম্মাননা লাভ করেন। বর্তমানে তিনি নিজ এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও সম্পৃক্ত আছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.