একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) সংসদীয় আসনে বিএনপি নেতা আবুল মনসুর মোহাম্মদ শওকতের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাঁর দলীয় নেতাকর্মীরা।
আজ রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
মনোনয়নপত্র সংগ্রহের সময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় তারা জানান, আবুল মনসুর মোহাম্মদ শওকত একজন পরিচ্ছন্ন ইমেজের রাজনীতিবিদ এবং রাজপথের লড়াকু সৈনিক। ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই নেতা দলের প্রয়োজনে বারবার কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন।
উপস্থিত নেতাকর্মীরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাম্প্রতিক বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, “দল থেকে যাদের প্রাথমিকভাবে মনোনয়ন দেয়া হয়েছে, তা এখনো চূড়ান্ত নয়। পরিস্থিতির প্রয়োজনে তালিকায় পরিবর্তন আসতে পারে।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপস্থিত নেতৃবৃন্দ সংবাদমাধ্যমকে বলেন: সুনামগঞ্জ-৪ আসনে আবুল মনসুর মোহাম্মদ শওকত অত্যন্ত জনপ্রিয় এবং তৃণমূলের নেতাকর্মীদের আস্থার প্রতীক। আমরা আশা করি, দলের হাই কমান্ড মাঠ পর্যায়ের জনপ্রিয়তা ও ত্যাগ বিবেচনা করে তাঁকে পুনরায় মূল্যায়ন করবেন এবং চূড়ান্ত মনোনয়ন প্রদান করবেন।
এলাকার সাধারণ ভোটার ও বিএনপির কর্মী-সমর্থকদের মাঝে শওকতের মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এখন দেখার বিষয়, দলের চূড়ান্ত সিদ্ধান্তে সুনামগঞ্জ-৪ আসনের সমীকরণ কোন দিকে মোড় নেয়।

