স্টাফ রিপোর্টার, নড়াইল
“ঐক্যবদ্ধ নড়াইল গড়ার অঙ্গীকার এই শ্লোগানকে সামনে নিয়ে”আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২আসনে ধানের শীষের লড়াইয়ে নামতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
রোববার(২১ডিসেম্বর)দুপুরে স্থানীয় বিএনপিও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড.মোহাম্মাদ আব্দুল সালাম এর কাছ থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপি’র উপদেষ্টা অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার, উপদেষ্টা মনু জোমাদ্দার, বিএনপি’র সিনিয়র নেতা তাকিউর রহমান, মুন্সি শাহিউল্লাহ মোহন,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল। এছাড়াও উপস্থিত ছিলেন নড়াইল কেন্দ্রীয় মসজিদের ইমাম মওলানা শফিউল্লাহ,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ,নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান,যুবদলের শাহাদাত কবীর রুবেল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে প্রার্থীর পক্ষ থেকে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা যায়। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন,“দেশ এক ক্রান্তিকাল পার করছে। আমরা নড়াইলের সাধারণ মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে লড়াই করছি। দল আমার ওপর যে আস্থা রেখেছে, তার প্রতিদান আমি নড়াইল-২ আসনের আপামর জনতা কে সঙ্গে নিয়ে একটি‘ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ নড়াইল‘গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য। ইনশাআল্লাহ, সুষ্ঠ নির্বাচন হলে এই আসনটি আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে পারব।’
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.