Nabadhara
ঢাকারবিবার , ২১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তালায় বিষমাখানো সরিষা বীজ খেয়ে শতাধিক পাখির মৃত্যু

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 
ডিসেম্বর ২১, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরা জেলার তালা উপজেলায় বিষমাখানো সরিষা বীজ খেয়ে শতাধিক পাখির মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল থেকে উপজেলার হরিশ্চন্দ্রকাঠি গ্রামে একের পর এক পাখি মারা যেতে দেখা যায়।

খবর পেয়ে রোববার খুলনা বন বিভাগের ওয়াইল্ডলাইফ অ্যান্ড বায়োডাইভারসিটি কনজারভেশন অফিসার তন্ময় আচার্য ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়দের ভাষ্যমতে, গত ১৯ ডিসেম্বর হরিশ্চন্দ্রকাঠি বিলে সরিষা বীজ বপন করেন তালা মহিলা কলেজের প্রদর্শক আব্দুল বারী। পাখির হাত থেকে ফসল রক্ষার উদ্দেশ্যে বপনের আগে বীজে বিষ মাখানো হয়। পরদিন ওই ক্ষেতে শতাধিক ঘুঘু ও কবুতরের বিচরণ লক্ষ্য করা যায়। এর পর থেকেই একে একে পাখিগুলো মারা যেতে থাকে। গত দুই দিনে ওই এলাকা থেকে অন্তত ৮০টি কবুতর ও একটি ঘুঘু পাখির মরদেহ উদ্ধার করা হয়েছে।

হরিশ্চন্দ্রকাঠি গ্রামের জিন্নাত খা, হায়দার আলী ও রহিমাবাদ গ্রামের আজিজ সরদার জানান, তাঁদের প্রায় ৮০টি কবুতর মারা গেছে। তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেন, পাখিরা তো বোঝে না—কোন বীজে বিষ মাখানো রয়েছে। এ ঘটনায় ক্ষতিপূরণ ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

ঘটনাস্থল পরিদর্শন শেষে বন বিভাগের কর্মকর্তা তন্ময় আচার্য সাংবাদিকদের বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।