সাকিব হাসান, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় নিজ বাসার বাথরুম থেকে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম ইসমাইল বিশ্বাস (৭৫)। তিনি হোগলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।
রোববার (২১ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে গলাচিপা পৌরসভার মুসলিম পাড়ায় নিজ বাসার বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল বিশ্বাস গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের আদানী এলাকার আজহার আলী বিশ্বাসের ছেলে। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। গলাচিপা পৌর শহরের মুসলিম পাড়ায় তার নিজস্ব বাসায় তিনি প্রায়ই গিয়ে একা বসবাস করতেন।
প্রতিবেশীরা জানান, শুক্রবার ইসমাইল বিশ্বাসকে বাসার সামনে দেখতে পায়। রোববার সকাল থেকে বাসার ভেতর পানি পড়ার শব্দ ও দুর্গন্ধ ছড়াতে থাকলে সন্দেহ হয়। পরে বিষয়টি স্বজনদের জানানো হলে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে বাথরুমে তার অর্ধগলিত মরদেহ দেখতে পান। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
মৃতের স্ত্রী মজিয়া বেগম বলেন, ইসমাইল বিশ্বাস মূলত গজালিয়া গ্রামের বাড়িতেই থাকতেন। তিনি এর আগে তিনবার স্ট্রোক করে অসুস্থ হয়েছিলেন। চিকিৎসা ও থেরাপি নেওয়ার জন্য প্রায়ই গলাচিপায় আসতেন এবং ওই বাসায় অবস্থান করতেন। গত বৃহস্পতিবার তিনি বাড়ি থেকে গলাচিপায় আসেন, এরপর আর কোনো খোঁজ ছিলো না। তার ইচ্ছেমত চলাফেরা করতো কারো কথা শুনতো না।
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার বাথরুম থেকে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অস্বাভাবিক কিছু নেই অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.