দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযানে নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় আ"লীগ ও জেলা ছাত্রলীগ নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, উপজেলার সুখানদিঘি গ্রামের লুৎফর রহমানের ছেলে রাজশাহী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শিমুল ইসলাম (৩০), সিংগা পশ্চিম পাড়া গ্রামের শাজাহান আলীর ছেলে দুর্গাপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল আলম (২৫) ও পানানগর ইউনিয়ন আ"লীগের ২ নং ওয়ার্ড সভাপতি লোকমান আলী (৬৩)।
পুলিশ জানায়, শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। জানাযায়, গত বছরের ৩ সেপ্টেম্বর দুর্গাপুর থানায় দায়ের হওয়া একটি নাশকতা ও হত্যাচেষ্টা মামলার তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.