একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের বেসরকারি প্রতিষ্ঠান 'সাআইদৌলা প্রাইভেট এন্টারপ্রাইজ লিমিটেড'-এর কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে প্রবেশে বাধা ও লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে (২১ ডিসেম্বর) বিকেলে প্রতিষ্ঠানের ভেতরে এই কর্মসূচি পালন করেন সাধারণ কর্মচারীরা।
গত ৯ ডিসেম্বর থেকে প্রতিষ্ঠানের কয়েকজন সুপারভাইজার ও শ্রমিকের নেতৃত্বে একদল দুষ্কৃতিকারী ফ্যাক্টরির উৎপাদন বন্ধ করে দেয় এবং কর্মকর্তা-কর্মচারীদের জোরপূর্বক বের করে দেয়। এতে ফ্লোরে থাকা প্রায় ৪-৫ টন মাছ নষ্ট হয়ে যায়, যার বাজারমূল্য আনুমানিক ৮-৯ লক্ষ টাকা।
এছাড়া রপ্তানিযোগ্য একটি কন্টেইনার যথাসময়ে পাঠানো সম্ভব হয়নি, যা বৈদেশিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। প্রতিষ্ঠানের অপারেশন ম্যানেজার মো. শফিকুল ইসলাম জানান, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ইন্ধনে এই বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে।
তারা নারী শ্রমিকদের মারধর, লাঞ্ছিত এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। এমনকি নিরাপত্তারক্ষীদের বের করে দিয়ে প্রতিষ্ঠানটিকে ঝুঁকিতে ফেলা হয়েছে। অথচ কোম্পানিটি ১৯৮৫ সাল থেকে সুনামের সাথে মাছ রপ্তানি করে বছরে প্রায় ২৫-৩০ কোটি টাকা রেমিট্যান্স আয় করছে এবং শ্রমিকদের নিয়মিত বেতন-ভাতা ও বোনাস প্রদান করে আসছে। এ ঘটনায় জানমালের নিরাপত্তা চেয়ে সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.