আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
“Make Life Easier—জীবনকে করুন আরও সহজ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে EXCELLENCE & PROTECTION MEET ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় আলফাডাঙ্গা উপজেলার ফুড ফ্যাক্টরি রেস্টুরেন্টে আয়োজিত এ সম্মেলনের আয়োজন করে বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর আলফাডাঙ্গা জোনাল অফিস।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ট্রেনিং মি. জামিল উদ্দিন মিন্টু। সভাপতিত্ব করেন বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, আলফাডাঙ্গা শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মোহাম্মদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মি. জামিল উদ্দিন মিন্টু বলেন, ইসলামী জীবন বীমা কেবল আর্থিক সুরক্ষা নয়, এটি মানুষের ভবিষ্যৎকে নিরাপদ করার একটি দায়িত্বশীল ব্যবস্থা। সততা, আস্থা ও উন্নত গ্রাহকসেবার মাধ্যমে বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স দেশব্যাপী মানুষের আস্থা অর্জন করেছে। এজেন্টদের দক্ষতা ও নৈতিকতা বৃদ্ধির মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব।
তিনি আরও বলেন, গ্রাহকের প্রয়োজন বুঝে সঠিক পণ্য পৌঁছে দিতে পারলেই জীবন বীমার প্রকৃত লক্ষ্য অর্জিত হবে। এজন্য প্রশিক্ষণ, নিষ্ঠা ও আন্তরিকতা অপরিহার্য।
সভাপতির বক্তব্যে মোঃ মোহাম্মদ হোসেন বলেন, এই ধরনের সম্মেলন এজেন্টদের কর্মদক্ষতা বৃদ্ধি করে এবং নতুন উদ্যমে কাজ করতে অনুপ্রাণিত করে। বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পরিবার সবসময় গ্রাহক ও কর্মীদের কল্যাণে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর অ্যাসিস্ট্যান্ট এজেন্সি ডিরেক্টর কামরুন্নাহার জুঁই এবং এজেন্সি ডিরেক্টর মোঃ সাজেদ মাতুব্বর। তাঁরা জীবন বীমার গুরুত্ব, এজেন্টদের ভূমিকা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
এ সম্মেলনে আলফাডাঙ্গা ও আশপাশের এলাকার বীমা এজেন্ট, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। সম্মেলনের মাধ্যমে কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহকসেবার মান উন্নয়নে কার্যকর দিকনির্দেশনা পাওয়া গেছে বলে আয়োজকরা জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.