ফরিদপুর প্রতিনিধি
সেমিস্টার সমাপনী পরীক্ষা বর্জন করে ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা।
সারা দেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে শহরের গঙ্গাবর্দী এলাকায় অবস্থিত ফরিদপুর কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ইনস্টিটিউটের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের যৌক্তিক ৮ দফা দাবি দীর্ঘ ৭ মাস ধরে ঝুলিয়ে রাখা হয়েছে। একাধিকবার আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। কর্তৃপক্ষের এমন টালবাহানার প্রতিবাদেই তারা সেমিস্টার সমাপনী পরীক্ষা বর্জনসহ কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা আরও জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। প্রয়োজনে কর্মসূচি আরও কঠোর করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
এ সময় ইনস্টিটিউট এলাকায় অতিরিক্ত উত্তেজনা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.