সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের সম্পর্ক মানবিক হবে—তবে ধর্মীয় সীমারেখা অতিক্রম করে মূর্তি পূজায় অংশগ্রহণ বা মূর্তি পাহারা দেওয়া মুসলমানদের কাজ নয়—এমন মন্তব্য করেছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ড. মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসী।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে সোনাগাজী সরকারি মোহাম্মদ ছাবের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সোনাগাজী মারকাযুল কোরআন হিফয মাদরাসার হাফেজদের গাগড়ি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আব্বাসী বলেন, “হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানরা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবেন—এটি তাদের অধিকার। তাদের নিরাপত্তা নিশ্চিত করবে রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী। মুসলমানরা মূর্তিপূজা করবে না, আবার মূর্তিও ভাঙবে না।” তিনি বলেন, “ভোটের রাজনীতির স্বার্থে মন্দিরে গিয়ে নাটক করা ইসলামসম্মত নয়।”
ভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “স্বাধীনতার ৫৪ বছরেও কি ভারতকে আপন করা গেছে? সীমান্তে মানুষ হত্যা, আধিপত্যবাদী আচরণ এবং বাংলাদেশের মানুষদের জিম্মি করার ইতিহাস রয়েছে। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে অনেককেই টিকে থাকতে দেওয়া হয় না।” তিনি অভিযোগ করেন, সর্বশেষ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের আশ্রয় দেওয়া হয়েছে—যা থেকে মুসলমানদের শিক্ষা নেওয়া উচিত।
রাজনীতির বিষয়ে তিনি বলেন, “রাজনীতি তোষামোদ নয়; আদর্শের ওপর রাজনীতি করতে হবে। কোরআন ও সুন্নাহভিত্তিক রাজনীতির মাধ্যমেই ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব।” ভোটের রাজনীতিকে পশ্চিমাদের তৈরি প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, “দুই-চারটা ভোট বা নগদ টাকার জন্য ঈমান নষ্ট করা যাবে না।”
ইসলামের মৌলিক শিক্ষার প্রসঙ্গে ড. আব্বাসী বলেন, “হযরত মুহাম্মদ (সা.)-এর আদেশ, নিষেধ ও বিধিনিষেধ অনুসরণই ইসলাম। শেষ নবী (সা.)-এর জীবন বিধান কেয়ামত পর্যন্ত কার্যকর থাকবে।” তিনি ফিলিস্তিনের উদাহরণ টেনে বলেন, “বিগত ৮০ বছর ধরে ফিলিস্তিনের মুসলমানরা জীবন দিলেও বায়তুল মাকদাসের চাবি ইহুদিদের হাতে তুলে দেয়নি—সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার।”
তিনি আরও বলেন, “ইসলামে গানবাজনা হারাম। তবে যারা গান করেন, তাদের আমরা বাধা দিই না। কিন্তু বাক-স্বাধীনতার নামে মহান আল্লাহর শানে বেয়াদবি কোনো মুসলমান মেনে নেবে না।” একই সঙ্গে তিনি ইসলামকে পরিপূর্ণ জীবনবিধান উল্লেখ করে বলেন, “ইসলামের নামে সুফিবাদের কোনো স্থান নেই।”
মারকাযুল কোরআন হিফয মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন সোনাগাজী ইসলামিয়া কামিল মাদরাসার আরবি অধ্যাপক মাওলানা আবুল কাসেম।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.