ঝালকাঠি প্রতিনিধি
বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সমন্বয়কারী ও প্রতিনিধিত্বকারী সংগঠন এসোসিয়েশন অফ ডেভোলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ-এডাব ঝালকাঠি জেলা শাখার ৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বরে) সকাল ১১টায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ডুমাউস, ঝালকাঠি এর সম্মেলন কক্ষে এডাব ঝালকাঠি জেলা শাখার বার্ষিক সাধারণ সভা-২০২৫ এর সভায় সদস্যদের উপস্থিতিতে এ কমিটি অনুমোদিত হয়।
জেলা শাখার নতুন দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্যবৃন্দের মধ্যে সভাপতি পদে জেডিএস এর নির্বাহী পরিচালক শাহ্ আলম খলিফা, সহ-সভাপতি এনএমএস'র নির্বাহী পরিচালক খলিলুর রহমান এবং সাধারণ সম্পাদক সাইডো'র নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ নির্বাচিত হয়েছেন।
এছাড়া নির্বাহী সদস্য পদে আঙ্গিনা'র নির্বাহী পরিচালক ডালিয়া নাসরিন, এসইউএস'র নির্বাহী পরিচালক মো: নান্না মিয়া, বিজেএস'র নির্বাহী পরিচালক মো: মাসউদুল আলম, বন্ধন'র নির্বাহী পরিচালক মোসা: ফাতেমা আক্তার রুনু নির্বাচিত হয়েছেন। নতুন কমিটি ২০২৬-২০২৮ইং সাল পর্যন্ত তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.