জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলাসহ জেলা জুড়ে তীব্র শীত এবং ঘন কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভোর থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা চাদরের মতো ছড়িয়ে পড়ায় মানুষের চলাচল কমে গেছে। বিশেষ করে ছিন্নমূল ও খেটে খাওয়া দরিদ্র মানুষদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। অনেককে জীবিকার তাগিদে শীত উপেক্ষা করে বাইরে বের হতে হচ্ছে।
কৃষকরা তীব্র শীতের মধ্যেও মাঠে কাজ করতে দেখা গেছে। সকাল থেকেই অফিসগামী মানুষজনের ভিড় লক্ষ্য করা গেলেও যানবাহনের চলাচল ধীর গতিতে হচ্ছে। ঘন কুয়াশার কারণে রাস্তা ও মহাসড়কের দৃশ্যমানতা কমে গেছে। গ্রামে বয়স্করা ঘর ও জানালা বন্ধ রেখে লেপ বা কম্বল দিয়ে নিজেদের রক্ষা করার চেষ্টা করছেন। শিশুদের অসুস্থতা থেকে বাঁচাতে পিতা-মাতারা বাড়িতে বিশেষ যত্ন নিচ্ছেন।
জেলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল জানান, শীতে শিশু ও বৃদ্ধরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। তাই তাদের ঘরের বাইরে কম সময় কাটানোর পরামর্শ দেওয়া হচ্ছে।
নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, রবিবার ভোর ৬টায় জয়পুরহাটসহ পাশ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় তাপমাত্রা অপরিবর্তিত থাকে, যার ফলে কুয়াশা পড়ছে হালকা বৃষ্টির মতো।
স্থানীয় ভ্যান চালক স্বাধীন বলেন, “যতই শীত বা কুয়াশা বাড়ুক, জীবিকার তাগিদে আমাদের গাড়ি নিয়ে বের হতে হয়। শীতের কারণে যাত্রী কম পাচ্ছি।”
পৌষের প্রথম সপ্তাহে ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডা জেলা জুড়ে সাধারণ মানুষকে দারুণভাবে বিপাকে ফেলেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.