জামালপুর প্রতিনিধি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিমুক্ত, উন্নত-সমৃদ্ধ স্বপ্নের বাংলাদেশ গড়ার যাত্রায় যুবসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে শহরের সরকারি আশেক মাহমুদ কলেজ মিলনায়তনে জেলা ছাত্রদলের আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ইসলামী ছাত্র শিবির এখন ন্যায়ের ও আদর্শের কথা বলছে। কিন্তু যারা শিবিরের আদর্শ থেকে সরে গিয়ে ছাত্রলীগের আদর্শ গ্রহণ করেছে, তারা কখনও আদর্শের কথা বলতে পারে না।
তিনি আরও বলেন, “যারা পাক বাহিনীর দালালি করে আমাদের মুক্তিযোদ্ধাদের হত্যা করিয়েছে, আমাদের মা-বোনদের ধর্ষণ করিয়েছে, তারা কখনও স্বাধীনতার পক্ষে দাঁড়াতে পারে না। আমাদের ৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যূত্থানের চেতনা রক্ষা করতে হবে।”
কর্মী সভায় জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান আহ্মেদ খান লোটন, সহ সভাপতি শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিবসহ অন্যান্যরা।
সভা শেষে ছাত্রদল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে একটি মিছিল বের করে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.