মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর পৌর শহরে মান নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্তৃক পরিচালিত হঠাৎ অভিযানে দুইটি বেকারি ও দুইটি খাবার হোটেলকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিরামপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় বিএসটিআইয়ের নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিভিন্ন অনিয়ম প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে পৌর শহরের মির্জাপুর এলাকায় অবস্থিত জেমি বেকারিকে ১০ হাজার টাকা এবং মা–বাবার দোয়া বেকারিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় পৌর শহরের ঢাকা মোড়ে অবস্থিত নিরিবিলি খাবার হোটেলকে ১ হাজার টাকা ও ক্লাসিক হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীন।
অভিযানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএসটিআইয়ের মেট্রোলজি পরিদর্শক শামীম আজাদ বকুল। সার্বিক তদারকিতে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হয়।
বিএসটিআই সূত্র জানায়, অভিযানে দুইটি বেকারি প্রতিষ্ঠান থেকে মোট ২২ হাজার টাকা এবং দুইটি খাবার হোটেল থেকে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ বিষয়ে দিনাজপুর জেলা বিএসটিআইয়ের মেট্রোলজি পরিদর্শক শামীম আজাদ বকুল বলেন, “অফিস আদেশ অনুযায়ী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.