Nabadhara
ঢাকাসোমবার , ২২ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

‘ডেভিল হান্ট ফেজ–২’: ফরিদপুরে সাবেক যুবলীগ নেতাসহ ৪৮ ঘণ্টায় ৫৮ জন আটক

ফরিদপুর প্রতিনিধি
ডিসেম্বর ২২, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানের অংশ হিসেবে সাবেক জেলা যুবলীগ নেতা মো. মনিরুজ্জামান মৃধা ওরফে লিটন মৃধা (৪৭)সহ গত ৪৮ ঘণ্টায় বিভিন্ন মামলার ৫৮ জন আসামিকে আটক করেছে পুলিশ।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত মামলা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে এসব আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অভিযানে একজন ছাড়া অন্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালমারী পৌরসভার চতুল গ্রামের বাসিন্দা এবং জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মৃধা ওরফে লিটন মৃধাকে রবিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে আটক করে বোয়ালমারী থানা পুলিশ। তিনি ২০১৯ ও ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং ২০২১ সালের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, লিটন মৃধাকে গত ৪ সেপ্টেম্বর বোয়ালমারী থানায় সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে লিটন মৃধার স্ত্রী নাসরিন নবী গিনি অভিযোগ করে বলেন, “এতদিন আমার স্বামীর নামে কোনো মামলার কথা জানতাম না। হঠাৎ করে গত রাতে পুলিশ তাকে বাড়ি থেকে নিয়ে যায়। আজ জানতে পারলাম সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।”

অতিরিক্ত পুলিশ সুপার মো. শামছুল আজম আরও জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।