সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা)
মাগুরার মহম্মদপুর উপজেলায় মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে তীব্র নদীভাঙনের ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামে হঠাৎ করে নদীর ভাঙন শুরু হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভাঙনের কবলে পড়ে কয়েকটি পরিবার তাদের বসতঘর সরিয়ে নিতে বাধ্য হয় এবং খোলা আকাশের নিচে ও গাছের তলায় আশ্রয় নেয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয় এবং এরই ধারাবাহিকতায় হঠাৎ করে ভাঙন দেখা দেয়। ভাঙনের কারণে হরেকৃষ্ণপুর গ্রামের একাংশ মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। এতে বসতবাড়ি, ফসলি জমি ও গাছপালার ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
খবর পেয়ে সোমবার দুপুরে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহঃ শাহনুর জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন। এ সময় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করে উপজেলা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
ইউএনও মুহঃ শাহনুর জামান সাংবাদিকদের বলেন, “নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণেই এই নদীভাঙনের ঘটনা ঘটেছে। এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য কঠোর নজরদারি চালানো হবে।”
এদিকে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত পুনর্বাসন এবং নদী রক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.