গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জহির উদ্দিন স্বপনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীরা।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ইব্রাহীমের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে বিএনপি’র আইন বিষয়ক উপ-কমিটির প্রধান সমন্বয়ক এ্যাডভোকেট একেএম রেজাউল ফিরোজ রিন্টু, প্রচার বিষয়ক উপ-কমিটির প্রধান সমন্বয়ক রফিকুল ইসলাম কাজল, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুর রহমান শরীফ স্বপন, সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহের পরপরই দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পরেছে। দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সকল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ মার্কাকে বিজয়ী করার অঙ্গীকার করেন।

