Nabadhara
ঢাকাসোমবার , ২২ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার সরকার

আমিনুল ইসলাম,দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
ডিসেম্বর ২২, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

আমিনুল ইসলাম,দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি প্রহরায় তাঁর বাবার শেষকৃত্যে অংশ নিয়েছেন, তাঁর বাবা শ্রী গোপাল চন্দ্র সরকার (৯৯) গত রোববার (২১ ডিসেম্বর) রাতে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।

বাবার মৃত্যুর খবর পেয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে সোমবার (২২ ডিসেম্বর) চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান প্রদ্যুৎ কুমার সরকার।

দুপুর প্রায় ২ টা ৩০ মিনিটে  কারাগার থেকে মুক্তি নিয়ে বেলা ৩টার দিকে তিনি দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের বেলঘরিয়া গ্রামের নিজ বাড়িতে পৌঁছান,
পুলিশি প্রহরায় তিনি বাড়ির পাশে বাবার দাহকর্মে অংশ নেন এবং পরে স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে বাবার আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন, এ সময় তিনি নিজ বাড়িতে গিয়ে মা, স্ত্রী, কন্যাসহ স্বজনদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।

পরিবারের সদস্যরা জানান, গত ২৬ জুন রাজশাহী মহানগরের শাহ মাখদুম থানায় দায়ের হওয়া একটি রাজনৈতিক মামলায় প্রদ্যুৎ কুমার সরকারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়, বর্তমানে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

দুর্গাপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রিপন কুমার দাস সাংবাদিকদের বলেন, রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আজ চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয় প্রদ্যুৎ কুমার সরকারকে।

পুলিশের একটি দল তাঁকে বাবার শেষকৃত্যে অংশ নিতে বাড়িতে নিয়ে যায় এবং নির্ধারিত সময় শেষে পুনরায় তাঁকে কারাগারে ফেরত নেওয়া হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, প্যারোলের শর্ত অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে তিনি বাবার শেষকৃত্যে অংশ নেন, পরে নির্ধারিত সময়ের মধ্যেই তাঁকে আবার কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।