Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের যুবক নিহত 

মাদারীপুর প্রতিনিধি 
ডিসেম্বর ২৩, ২০২৫ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি 

ইতালিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোঃ ফরহাদ হোসেন মাতুব্বর (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

নিহত ফরহাদ হোসেন মাতুব্বর মাদারীপুর সদর পৌরসভার ঘটমাঝি গ্রামের পিটিআই রোড সংলগ্ন এলাকার বাসিন্দা। জীবিকার তাগিদে তিনি ইতালিতে অবস্থান করছিলেন।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টা ৪১ মিনিটে ইতালির Imola Railway Station থেকে আনুমানিক ৫০০ মিটার দূরে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফরহাদ হোসেন মাতুব্বর ২০২৪ সালের ২১ জুন ইতালিতে প্রবেশ করেন। ইতালিতে অবস্থানকালে প্রথমে তিনি VIA GORIZIA 17, Campobasso (CB) এলাকার একটি ক্যাম্পে বসবাস করতেন। পরবর্তীতে কাজের সন্ধানে প্রায় দুই মাস আগে Forlì শহরে যান।

তার আকস্মিক মৃত্যুতে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি নিজ এলাকা মাদারীপুরেও স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

নিহতের মরদেহ দেশে পাঠানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে বলে জানা গেছে।

এদিকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীরা সকলের কাছে দোয়া কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।