মাদারীপুর প্রতিনিধি
ইতালিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোঃ ফরহাদ হোসেন মাতুব্বর (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।
নিহত ফরহাদ হোসেন মাতুব্বর মাদারীপুর সদর পৌরসভার ঘটমাঝি গ্রামের পিটিআই রোড সংলগ্ন এলাকার বাসিন্দা। জীবিকার তাগিদে তিনি ইতালিতে অবস্থান করছিলেন।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টা ৪১ মিনিটে ইতালির Imola Railway Station থেকে আনুমানিক ৫০০ মিটার দূরে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফরহাদ হোসেন মাতুব্বর ২০২৪ সালের ২১ জুন ইতালিতে প্রবেশ করেন। ইতালিতে অবস্থানকালে প্রথমে তিনি VIA GORIZIA 17, Campobasso (CB) এলাকার একটি ক্যাম্পে বসবাস করতেন। পরবর্তীতে কাজের সন্ধানে প্রায় দুই মাস আগে Forlì শহরে যান।
তার আকস্মিক মৃত্যুতে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি নিজ এলাকা মাদারীপুরেও স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
নিহতের মরদেহ দেশে পাঠানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে বলে জানা গেছে।
এদিকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীরা সকলের কাছে দোয়া কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.