নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ইন্সপায়ার ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান আব্দুল মতিনের পিতা মরহুম আব্দুল হান্নান সাহেবের পরিবারের পক্ষ থেকে বাজকাশারা হাজী বাড়ির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে নবীগঞ্জ উপজেলায় এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ সুজাত মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, উপজেলা শিক্ষক কমিটির সদস্য সোহেল আহমদ, নবীগঞ্জ উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা মাহবুব আহমদ, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান। এছাড়াও হাজী আব্দুল হাছিব, হাজী আলা-উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ সুজাত মিয়া বলেন, যদি কোনো অশুভ শক্তির কারণে তিনি মনোনয়ন না পান, তবে জনগণের মার্কা নিয়ে নির্বাচন করবেন। তিনি বলেন, উপনির্বাচনে আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে তাকে নির্বাচিত করা হয়েছিল। তিনি আরও উল্লেখ করেন, প্রবাসীদের সহযোগিতায় দেশ অনেক এগিয়ে যাবে এবং এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।
তিনি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।
অনুষ্ঠান শেষে এলাকার দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। মানবিক এ উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.