স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার ৪নং নোয়াগ্রাম ইউনিয়নের ৯নং কলাগাছি ওয়ার্ড বিএনপির অফিস ভাংচুর ও মিথ্যা ষড়যন্ত্রের প্রতিবাদ করেছে ওই ওয়ার্ডের বিএনপি’র সভাপতি কুদ্দুস মোল্যা ও স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা।
মঙ্গলবার(২৩ডিসেম্বর) সকালে স্থানীয় কলাগাছি বাজারে এক প্রেস কনফারেন্স মাধ্যমে এ প্রতিবাদ জানান।
বিএনপি’র সভাপতি কুদ্দুস মোল্যা বলেন,রায় গ্রাম এবং কলাগাছি গ্রামের বিএনপি সমর্থিত মাহাবুব ও আলাউদ্দিনের সাথে একই এলাকার বিএনপি নেতা সাবু সরদার ও সবুজ সরদারে মধ্যে এলাকার আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল।
এঘটনার জের ধরে গত রবিবার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সবুজ সরদার,শুকুর সরদারসহ কয়েকজন মিলে নিজেরা ইউনিয়নের ৯নং কলাগাছি ওয়ার্ড বিএনপির অফিস ভাংচুর করে প্রতিপক্ষকে ফঁসানোর জন্য আওয়ামীলীগের দোষরা অফিস ভাংচুর করেছে বলে মিথ্যা অপবাদ দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা করার পায়তারা করছে।
প্রত্যক্ষদর্শী কলাগাছি বাজারের ব্যবসায়ি কুদ্দুস, ভান চালক সিরাজ ও অফিসের সামনে অবস্থিত চায়ের দোকানদার বলেন,সবুজ সরদার, কুদ্দুস সরদার,সুমন সরদারসহ কয়েকজন মিলে বিএনপির অফিস ভাংচুর করছে।
এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি কুদ্দুস মোল্যা,সাংগঠনিক সম্পাদক মিরাজ শেখ,সদস্য আলাউদ্দিন মোল্যা, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুচ শেখ সহ দলীয় নেতাকর্মীরা। স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করে বলেন,সুযোগ সন্ধানী সাবু সরদার গং বিগত দিনে আওয়ামীলীগের সাথে ছিল।
তিনি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফয়জুল হক রোমের সাথে থেকে সুযোগ সুবিধা ভোগ করেছে। এখন বিএনপি’র নেতা পরিচয়ে স্থানীয় ব্যবসায়ী ও হিন্দু- মুসলমাদের উপর জুলুম নিয্যাতন করছে । এলাকার সাধারন মানুষ তার ষড়যন্ত্র ও অত্যাচার থেকে রেহায় পেয়ে শান্তিতে বসবাস করতে চায়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.