অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
উৎসাহ–উদ্দীপনা ও দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মধ্য দিয়ে শেষ হয়েছে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন মিনি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ (সিজন–১)।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে কুয়াকাটার মম্বিপাড়ায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মম্বিপাড়া ড্রিম একাদশ কোনো উইকেট না হারিয়ে মম্বিপাড়া ইয়াং স্টার ক্লাব একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় টস জিতে প্রথমে ব্যাটিং করে মম্বিপাড়া ইয়াং স্টার ক্লাব একাদশ। অধিনায়ক মো. সোহেলের নেতৃত্বে দলটি নির্ধারিত ১২ ওভারে সব উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ৭৩ রান। ফলে প্রতিপক্ষের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৭৪ রান।
জবাবে ব্যাট করতে নেমে মম্বিপাড়া ড্রিম একাদশ শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং প্রদর্শন করে। কোনো উইকেট না হারিয়ে নির্ধারিত ওভারের আগেই ৭৫ রান তুলে নিয়ে জয় নিশ্চিত করে দলটি। দলের অধিনায়ক ছিলেন ইসমাইল।
ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য মম্বিপাড়া ড্রিম একাদশের পারভেজ নির্বাচিত হন ম্যান অব দ্য ম্যাচ। পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন ইয়াং স্টার ক্লাবের অধিনায়ক মো. সোহেল। এছাড়া উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন নতুনপাড়া একাদশের খেলোয়াড় ইমন।
এবারের টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। পুরো আসরজুড়ে স্থানীয় খেলোয়াড়দের নৈপুণ্য, শৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দর্শকদের মুগ্ধ করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. হুমায়ুন সিকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাড. শাহজাহান পারভেজ, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসুল্লী, সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার।
এছাড়া লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লী সুলতান, সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার, মহিপুর থানা যুবদলের সভাপতি মো. সিদ্দিকুর রহমান মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ খেলাটি উপভোগ করেন।
বক্তারা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উল্লেখ্য, টুর্নামেন্টটির সফল আয়োজন করে মম্বিপাড়া ইয়াং স্টার ক্লাব এবং পৃষ্ঠপোষকতা করেন মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফরিদ উদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক আনসার উদ্দিন হাওলাদার, লতাচাপলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলাম। তাদের সুশৃঙ্খল ও প্রশংসনীয় ব্যবস্থাপনার মাধ্যমে স্থানীয় ক্রীড়াঙ্গনে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

