পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলায় একটি তাঁত কারখানার নৈশপ্রহরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার(২৩ ডিসেম্বর )সকালে উপজেলার ডাঙ্গার কেন্দুয়াবো গ্রামে কারখানার পাশের একটি রাস্তার ধারে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।
নিহত যুবকের নাম এমরান মিয়া (ওরফে বাবু)। তিনি কেন্দুয়াবো গ্রামের আমির ইসলামের ছেলে। তিনি স্থানীয় মোস্তফা নামের এক ব্যক্তির মালিকানাধীন তাঁত কারখানায় শ্রমিক ও নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার (২২ ডিসেম্বর)রাতে এমরান কারখানায় নাইট ডিউটিতে ছিলেন। রাতের কোনো এক সময় তিনি কারখানা থেকে বের হন, তবে এরপর আর ফিরে আসেননি। ভোরে কারখানার এক শ্রমিক রাস্তার পাশে এমরানের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

