সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সম্পাদক আনোয়ার হোসেন ছোটনের হাতে পিস্তলসহ একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার বিকেল থেকে ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে।
আনোয়ার হোসেন ছোটন বগাদানা ইউনিয়নের আবুল খায়ের টুক্কার ছেলে। তিনি বগাদানা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি কক্ষের ভেতরে আনোয়ার হোসেন ছোটন হাতে একটি পিস্তল নিয়ে মুখোশ পরা এক নারীকে লক্ষ্য করে ধমক দিচ্ছেন। এ সময় তিনি আঞ্চলিক ভাষায় হুমকিস্বরূপ কথা বলেন এবং বিষয়টি প্রকাশ করলে ভিডিও ছেড়ে দেওয়ার হুমকিও দেন। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।
এ বিষয়ে সোনাগাজী উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব নুর আলম সোহাগ বলেন, “আনোয়ার হোসেন ছোটন ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা ছিলেন, এটা সত্য। কিন্তু ছাত্রদল কখনোই সন্ত্রাসী কর্মকাণ্ডকে সমর্থন করে না। আমি জেলা ছাত্রদলকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীরও তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।”
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা ছাত্রদলের আরেক সাবেক নেতা অভিযোগ করে বলেন, “আনোয়ার হোসেন ছোটন ও তারেক নামের আরেক ব্যক্তি ছাত্রদলের নাম ব্যবহার করে এলাকায় নৈরাজ্য সৃষ্টি করছে। কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”
এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, “ভাইরাল হওয়া ভিডিওটি আনুমানিক এক মাস আগের। যদিও সম্প্রতি এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত আনোয়ার হোসেন ছোটনকে গ্রেফতারের চেষ্টা চলছে। পাশাপাশি ভিডিওতে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।”
এ বিষয়ে বক্তব্য জানতে আনোয়ার হোসেন ছোটনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.