গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জহির উদ্দিন স্বপনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা নিখিল বনিকের নিকট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
ফরম সংগ্রহ সময় উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত
আহবায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, বরিশাল উত্তর জেলা বিএনপি’র সদস্য সারোয়ার হোসেন মিয়া ও শাহ মোহাম্মদ বখতিয়ার এবং সহকারী এর্টানী জেনারেল কে এম রেজাউল ফিরোজ রিন্টু ছিলেন।
বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহের পরপরই দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পরেছে। দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সকল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ মার্কাকে বিজয়ী করার অঙ্গীকার করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.