গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ এবং সম্পাদক নূরুল কবীরকে হেনস্তা করার প্রতিবাদে বরিশালের গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের আয়োজনে মঙ্গলবাল (২৩ ডিসেম্বর) সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসস্টান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের আহবায়ক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্যানেল আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক মো. খোকন আহমেদ হীরা, সাংবাদিক মোল্লা ফারুক হাসান, কাজী আলআমিন সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ। বক্তারা হামলাকারীদের গ্রেপ্তারসহ শাস্তির দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.