সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষে ফেনীর সোনাগাজীতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে পৌর শহরের সোনাগাজী হাইস্কুল মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দ আলম ভূঞার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ফেনী জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শামছুউদ্দিন খোকন চেয়ারম্যান, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, জেলা যুবদল নেতা দাউদুল ইসলাম মিনার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ চেয়ারম্যান, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন এবং সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল হামিদী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুন করে সংগঠিত হচ্ছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে। তারা তারেক রহমানের দ্রুত ও নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন কামনা করেন।
সমাবেশ শেষে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে আনন্দ প্রকাশ করেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.