Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ফেনীতে বিএনপির আনন্দ মিছিল

ফেনী প্রতিনিধি
ডিসেম্বর ২৩, ২০২৫ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ফেনীতে ফেনী সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবু তপন কর, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মিজানুর রহমান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন মাস্টার, পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবুল, সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বেলাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল হোসেন রোমেল, সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব মো. মোস্তফাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান বিপ্লব বলেন, “দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের কবলে পড়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরতে পারেননি। আগামী ২৫ তারিখ তিনি দেশে প্রত্যাবর্তন করবেন—এ খবরে আমরা সবাই আনন্দিত ও উৎফুল্ল। তার আগমনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের অগ্রযাত্রা আরও সুদৃঢ় হবে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংহত হবে, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।