Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাবুগঞ্জে ছাত্রদলের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
ডিসেম্বর ২৩, ২০২৫ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

আগামী (২৫ ডিসেম্বর,২০২৫) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বরিশালের বাবুগঞ্জ উপজেলাজুড়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য বিরাজ করছে।

এরই ধারাবাহিকতায় বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে এক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকালে কর্মসূচিতে কেদারপুর ইউনিয়নের স্টিমার ঘাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা, পরে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেদারপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ সানি, সাবেক সহ-সভাপতি ইমরান হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাহাদাত হাওলাদার, সাবেক সহ-সভাপতি মিরাজ শরিফ।

এছাড়া বাবুগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হাসান রিওন, প্রচার সম্পাদক তারেক হোসেনসহ উপস্থিত ছিলেন মো. সজল হাওলাদার, মো. সাইফুল ইসলাম, মো. রিফাত, মো. সান্ত, মো. শুভ, মো. হালিম, মো. বাবু, মো. লাবিব, মো. তাহসিন, মো. মেহেদী, মো. জিসান মীর, মো. নয়ন মীর, মো. সাকিব, মো. সুমনসহ ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।

নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। আগামী দিনে বিএনপির নেতৃত্বে দেশের জনগণ গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।