নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনে ধানের শীষের বিজয় ঠেকাতে বিএনপি মনোনীত প্রার্থী মো. ফখরুল ইসলামের বিরুদ্ধে সাজানো ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই সেলিম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনীত প্রার্থী মো. ফখরুল ইসলামের জনপ্রিয়তায় ভীত হয়ে প্রতিপক্ষ একটি গায়েবি মামলা দিয়ে ষড়যন্ত্রে নেমেছে। এতে দলের কিছু বঞ্চিত লোকও যুক্ত হয়েছে। তিনি বলেন, “যত ষড়যন্ত্রই হোক, নোয়াখালী-৫ আসনে ধানের শীষকে হারানোর শক্তি এখন কারো নেই।”
কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন বলেন, মো. ফখরুল ইসলাম একজন জুলাই যোদ্ধা এবং দীর্ঘদিন আওয়ামী ফ্যাসিবাদের নির্যাতনের শিকার। তার সেই ত্যাগ ও অর্জন গোপন করে রাজধানীর একটি মামলায় তাকে আসামি করা হাস্যকর। তিনি অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানান।
কোম্পানীগঞ্জের বসুরহাট জিরো পয়েন্টে আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আবদুল হাই সেলিম। উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সালের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন সগীর, বসুরহাট পৌর যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল, সদস্য সচিব কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুদ্দিন হায়দার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব নুর উদ্দিন ফাহাদ এবং উপজেলা ছাত্রদলের নেতা আজিজ আজমীসহ অন্যান্য নেতাকর্মীরা।
অন্যদিকে কবিরহাটে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি। এতে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য গোলাম মৌমিত ফয়সাল, সদস্য সচিব কামাল হোসেন সৌরভ, পৌর বিএনপির সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন প্রমুখ।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আলমগীর সেখ নামে একজন নিহত হওয়ার ঘটনায় কুষ্টিয়ার কুমারখালী এলাকার মো. সোহানুর রহমান বাদী হয়ে গত ১৫ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে দায়ের করা ওই মামলায় নোয়াখালী-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. ফখরুল ইসলাম এবং কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদারকেও আসামি করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.