রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
মানবসেবার মহান আদর্শকে সামনে রেখে খুলনার খালিশপুরে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জাগরনি চক্র ফাউন্ডেশন। সংস্থাটির খালিশপুর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) খালিশপুর এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগরনি চক্র ফাউন্ডেশন খুলনা জোনের জোনাল ম্যানেজার মো. নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা এরিয়ার এরিয়া ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাগরনি চক্র ফাউন্ডেশন খালিশপুর শাখার শাখা ব্যবস্থাপক মো. আবু সুফিয়ান। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সুধীজনরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে খালিশপুর শাখার পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ১০০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। একই দিনে খুলনা জোনের আওতাধীন খুলনা এরিয়ার বটিয়াঘাটা, বয়রা ও খালিশপুর শাখার উদ্যোগে পৃথকভাবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এসব কার্যক্রমের মাধ্যমে খুলনা জোনে মোট ৫৮০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.