রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনায় মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে একের পর এক সহিংস ঘটনায় নগরজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গুলি, ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টায় চালককে ছুরিকাঘাত এবং বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবকের দু’হাত কুপিয়ে জখম করার মতো ঘটনায় নগরবাসীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সোমবার সকালে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক সংগঠন শ্রমিকশক্তি-এর বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করে দুর্বৃত্তরা। বেলা পৌনে ১২টার দিকে নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পাশে আল আকসা মসজিদ সড়কের মুক্তা হাউজ এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনার পরদিন রাতে একই নগরীতে ঘটে আরেকটি সহিংস ঘটনা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টাকালে দুর্বৃত্তদের ধারালো ছুরিকাঘাতে রাকিব নামের এক ইজিবাইক চালক গুরুতর আহত হন। নগরীর মোস্তর মোড়ের রেললাইন সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এর মধ্যেই মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে নগরীর দারোগার ভিটা এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে আক্তার মোল্লা নামে এক যুবকের দু’হাত কেটে নেওয়ার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানান, পরিচিত সন্ত্রাসীরাই এ হামলার সঙ্গে জড়িত থাকলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
এনসিপি নেতার ওপর গুলির ঘটনায় পুলিশ একই সংগঠনের এক নেত্রী তানিয়া তন্বী নামে এক যুবতীকে আটক করেছে। এ ঘটনায় ৭ থেকে ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নগরীতে অল্প সময়ের ব্যবধানে ধারাবাহিক সহিংস অপরাধের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধ দমনে তৎপর থাকলেও আশানুরূপ ফল মিলছে না বলে অভিযোগ স্থানীয়দের। ফলে প্রতিদিনের নগরজীবন কাটছে উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্য দিয়ে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.