
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ধনেশ্বর মহন্ত (৭০) নামে এক সাইকেল আরোহী বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ধনেশ্বর মহন্ত কালাই পৌরসভার আওড়াগ্রাম এলাকার মৃত শ্রী ভবনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ধনেশ্বর মহন্ত পুনটে চাল বিক্রি শেষে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় শিমুলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তার সাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ধনেশ্বর মহন্ত পেশায় একজন ভিক্ষুক ছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা হানিফ পরিবহনের বাসটি আটক করে রাখে। খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.