ঝালকাঠি প্রতিনিধি
দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী সেচ্ছাসেবী সংগঠন সিটি ক্লাব ও পাঠাগারের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে।
এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ, শতাধিক দুস্থদের মাঝে খাদ্য ও শীত বস্ত্র বিতরণ, আন্তঃ ক্লাব ক্রীড়া প্রতিযোগিতা, সভাপতি বনাম সম্পাদক হাডুডু ও ফুডবল খেলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল-ড্র সহ নানা আয়োজন করে সংগঠনটি।
গৌরবের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সিটি ক্লাব ও পাঠাগারের প্রয়াত প্রধান পৃষ্ঠপোষক এর সহধর্মীনি শাহনা আলম পায়রা উড়িয়ে বর্ণাঢ্য র্যালির শুভ উদ্বোধন করেন। র্যালিটি ক্লাব কার্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে শেষ হয়। র্যালি শেষে প্রয়াত সদস্যদের রুহের মাগফেরত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এরপরে সংগঠনটি শতাধিক দুস্থদের মাঝে খাবার ও কম্বল বিতরণ করেন।
এ সময় সিটি ক্লাব ও পাঠাগারের সভাপতি গৌতম সরকার বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি পৌর প্রশাসক কাওসার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহিদ হোসেন, জেলা সমাজসেবা সহকারী পরিচালক মিজান সালাহউদ্দিন, জেলা সমাজ সেবা অফিসার জসীম উদ্দীন, প্রেস ক্লাবের (ভারপ্রাপ্ত) সভাপতি আল-আমীন তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, সিটি ক্লাব ও পাঠাগারের উপদেষ্টামন্ডলির সদস্য – শহিদুজ্জামান অশ্রু সহ অন্যান্য অতিথিবৃন্দ ও সিটি ক্লাবের সকল সদস্যরা।
প্রতিষ্ঠা বার্ষিকীর সকল কাজের সার্বিক তত্বাবধায়নে ও দিকনির্দেশনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আজাদ হোসেন পান্না।
অনুষ্ঠানে অতিথিবৃন্দরা বলেন এই ক্লাবটি দীর্ঘ ৪১ বছর যাবৎ মাদক ও সমাজের সকল অন্যায়ের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। সংগঠনটি ৪১ বছর মানব ও সমাজ সেবায় কাজ করছে। আমরা আশাকরি এই ক্লাব মানব সেবায় শত শত বছর পার করবে।

