Nabadhara
ঢাকাবুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ওসমান হাদি, দীপু চন্দ্র দাস ও আয়েশাসহ সকল হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন

দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধি
ডিসেম্বর ২৪, ২০২৫ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে হত্যা, সনাতনী সম্প্রদায়ের উপর নিপীড়ন ও ওসমান হাদি এবং আয়েশাসহ সকল হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল ৪টায় কুষ্টিয়া জেলার সকল সনাতনী সম্প্রদায়ের ব্যানারে শহরের গোপীনাথ জিউর মন্দিরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ বিশ্বাসের সভাপতিত্বে ও বাংলাদেশ পূজা উদযাপন ফন্ট কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব ডা. পিকে সাহার পরিচালনায় মানববন্ধন চলকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন ফন্ট কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক দেবেশ চন্দ্র সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক জয় দেব কুমার বিশ্বাস প্রমুখ।

এসময় বক্তারা বলেন,৭১ সালের পর থেকে এদেশে নির্বাচন এগিয়ে আসলেই দীপু দাসের মতো সনাতনীদের হত্যা করা হয়। এই দেশে সনাতনীদের বিচার হয় না। এ কারণেই বার বার এমন হত্যা কান্ডের ঘটনা ঘটে।

তারা আরও বলেন, দীপু চন্দ্র দাসকে মৌলবাদীরা হত্যা করেছে। যদি কেউ অপরাধ করে তাকে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

মব সৃষ্টি করে হত্যা কেন করা হবে। দেশের আইন বলতে কিছুই নেই। বর্তমান সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ। এ দেশের কোন সরকার আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। যার কারণে একের পর এক সনাতনীরা আক্রান্ত হচ্ছে।

বক্তারা আরও বলেন, প্রকাশ্য দিবালোকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। এতে বোঝা যায় দেশের আইনশৃঙ্খলা কতটা অবনতি।

হাদিসহ সকল হত্যার মামলা দ্রুত ট্রাইব্যুনালে এনে অন্তর্বর্তীকালীন সরকারকে বিচার করার আহবান জানানও জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।