Nabadhara
ঢাকাবুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে বিএনপি মনোনয়ন পরিবর্তনের প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
ডিসেম্বর ২৪, ২০২৫ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোর-৫ (মনিরামপুর-৮৯) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের প্রতিবাদে মনিরামপুরে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আলহাজ্ব এ্যাড. শহীদ মোহাম্মাদ ইকবাল হোসেনের মনোনয়ন প্রত্যাহার করে জোটের প্রার্থী হিসেবে মুফতি রশিদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মিছিলের আয়োজন করা হয়। বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা বুধবার বিকাল ৫টায় মনিরামপুর উপজেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি শুরু করে মনিরামপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার কার্যালয়ে এসে শেষ করেন।

বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা “অবৈধ মনোনয়ন মানি না, মানবো না” প্রভৃতি স্লোগান দেন। মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, মনোনয়ন পরিবর্তনের সিদ্ধান্তে তারা হতাশ ও ক্ষুব্ধ। তারা দাবি করেন, ত্যাগী ও জনপ্রিয় নেতার প্রতি অবিচার করা হয়েছে। প্রয়োজনে পরবর্তীতে আরও কর্মসূচি গ্রহণেরও হুঁশিয়ারি দেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।