মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোর-৫ (মনিরামপুর-৮৯) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের প্রতিবাদে মনিরামপুরে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আলহাজ্ব এ্যাড. শহীদ মোহাম্মাদ ইকবাল হোসেনের মনোনয়ন প্রত্যাহার করে জোটের প্রার্থী হিসেবে মুফতি রশিদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মিছিলের আয়োজন করা হয়। বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা বুধবার বিকাল ৫টায় মনিরামপুর উপজেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি শুরু করে মনিরামপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার কার্যালয়ে এসে শেষ করেন।
বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা “অবৈধ মনোনয়ন মানি না, মানবো না” প্রভৃতি স্লোগান দেন। মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, মনোনয়ন পরিবর্তনের সিদ্ধান্তে তারা হতাশ ও ক্ষুব্ধ। তারা দাবি করেন, ত্যাগী ও জনপ্রিয় নেতার প্রতি অবিচার করা হয়েছে। প্রয়োজনে পরবর্তীতে আরও কর্মসূচি গ্রহণেরও হুঁশিয়ারি দেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.