Nabadhara
ঢাকাবুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে তৃণমূল অ্যাডভোকেসি প্রশিক্ষণ সম্পন্ন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
ডিসেম্বর ২৪, ২০২৫ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

রূপান্তরের আয়োজনে ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় দুইদিন ব্যাপী তৃণমূল অ্যাডভোকেসি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে আশাশুনি উপজেলার সিএসও ও সিটিজেনস গ্রুপের সদস্যরা অংশগ্রহণ করেন।

খুলনা সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণে জলবায়ু সহনশীল সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় সরকারের কার্যক্রম সম্পর্কে সদস্যদের সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সেবা প্রদানে উদ্বুদ্ধকরণসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা গ্রুপ ভিত্তিক কর্মপরিকল্পনা প্রস্তুত করেন।

প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন ওয়াটারএইড বাংলাদেশের পলিসি এন্ড গভর্নেন্স স্পেশালিস্ট রঞ্জন কুমার ঘোষ এবং স্টেকহোল্ডার এনগেজমেন্ট এক্সপার্ট সাঈদ মাহাদী। প্রশিক্ষণ সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন রূপান্তরের কো-অর্ডিনেটর মোছাঃ জোহুরা খাতুন মীরা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ৮টায় সমাপনীতে বক্তব্য রাখেন আশাশুনি সিএসও সিটিজেনস গ্রুপের সভাপতি জি এম মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম ইয়াহিয়া ইকবাল। তারা জানান, এ ধরনের প্রশিক্ষণ স্থানীয় ইস্যু সমাধান, ইতিবাচক মনোভাব গঠন ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্জিত জ্ঞান স্থানীয় পর্যায়ে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রমকে আরও বাস্তবসম্মত ও টেকসই করার ক্ষেত্রে সহায়ক হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।