বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের জন্য গণঅধিকার পরিষদের প্রার্থী টিএম জহিরুল হক তুহিন মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
২৪ ডিসেম্বর বুধবার বেলা ১২টায় তুহিনের পক্ষে জাহিদ আল মামুন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এর নিকট মনোনয়নপত্র উত্তোলন করেন। এ সময় উপজেলা ও পৌরসভার গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের সাথে আলাপকালে টিএম জহিরুল হক তুহিন জানান, তিনি গণঅধিকার পরিষদের প্রার্থী হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং জনগণের সমস্যার সমাধান ও উন্নয়নমূলক কাজের জন্য কার্যকর ভূমিকা রাখবেন।
তিনি আরও বলেন, বাকেরগঞ্জের জনগণের দারিদ্র্য, শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়ন নিশ্চিত করতে তিনি নির্বাচনী প্রচারণায় মনোনিবেশ করবেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

