বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর প্রার্থী বেগম নাসরিন জাহান রতনা আমিন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আমির খসরু গাজীর কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। মনোনয়ন ফরম সংগ্রহ করেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মানিক হাওলাদার এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ বাছেদ হাওলাদার বাচ্চু।
উল্লেখ্য, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) গঠিত হয়েছে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি)-কে কেন্দ্র করে।
মনোনয়ন ফরম সংগ্রহকালে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.