মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর উপজেলার হাবিবপুর আড়াপাড়া গ্রামে এক কিশোর অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসা পাওয়ায় তার প্রাণ রক্ষা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে আরিফুল ইসলামের ছেলে মোঃ নীরব (১৭) নিজ বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নীরবের শারীরিক অবস্থার অবনতি হলে তার গোংড়ানোর শব্দ শুনে আশপাশের দুই ব্যক্তি বাড়িতে প্রবেশ করে পরিবারের কোন সদস্য বাড়িতে না থাকায় মোটরসাইকেলযোগে তাকে হাসপাতালে পৌঁছে দেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত গ্যাস্ট্রিক ওয়াশসহ প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে এবং শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তাহজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দ্রুত হাসপাতালে আনার ফলে রোগীর অবস্থার উন্নতি হয়েছে এবং সে পর্যবেক্ষণে রয়েছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, কৃষি কাজে ব্যবহৃত ‘গোল্ডাজিম ৫০০ এসসি’ (৫০ মিলি) নামের একটি কিটনাশক সংগ্রহের পর অসুস্থতার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালে নেওয়ার সময় সংশ্লিষ্ট বোতলটি সঙ্গে আনা হয়।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তির পাশাপাশি উদ্বেগও দেখা দিয়েছে। দ্রুত উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম একটি ইতিবাচক দৃষ্টান্ত হলেও, অপ্রাপ্তবয়স্কদের জন্য ঝুঁকিপূর্ণ কৃষি কিটনাশক কীভাবে সহজলভ্য হচ্ছে—তা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের মতে, কিটনাশক বিক্রি ও সংরক্ষণে বিধিনিষেধ যথাযথভাবে মানা এবং অভিভাবক পর্যায়ে সচেতনতা জোরদার করা জরুরি।
এধরনের রাসায়নিক দ্রব্য অসাবধানতাবশত ব্যবহার বা সংরক্ষণে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিক্রেতা ও অভিভাবকদের সমন্বিত দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.