হাসান শাহরিয়ার পল্লব, পত্নীতলা( নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলা বিজিবি-১৪ কতৃক প্রায় ১৫ কোটি টাকার বেশি মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার।
মঙ্গলবার ( ২৩ ডিসেম্বর) আনুমানিক বিকাল সাড়ে ৫ টায় ঘটিকায় পত্নীতলা ব্যাটালিয়ন-১৪ বিজিবি শিমুলতলী নলপুকুর বুড়োল দিঘী নামক এলাকার স্থানীয় লোকজন দিঘী খনন করার সময় ১টি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি দেখতে পায়।
নিজস্ব সোর্সের মাধ্যমে বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে শিমুলতলী বিওপি কমান্ডার সুবেদার মো.তহুরুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের একটি বিশেষ টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণের সহায়তায় মূর্তিটি পুকুর থেকে উদ্ধার করে।
মূর্তিটির ওজন প্রায় ২৭.৫৮০ কেজি। পরবর্তীতে লেঃ কর্নেল অধিনায়ক মো.আব্দুল্লাহ আল মামুন দিকনির্দেশনা মোতাবেক অভিজ্ঞ স্বর্ণকার কর্তৃক নাইট্রিক এসিড ও স্বর্ণের পরীক্ষার মাধ্যমে মূর্তিটি অত্যন্ত উচ্চমানের কষ্টি পাথরের মূর্তি বলে প্রতীয়মান হয় এবং জুয়েলারী সমিতির অভিজ্ঞ কর্মকারের ভাষ্যমতে জানা যায় উদ্ধারকৃত দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তির মূল্য প্রায় ১৫ কোটি টাকারও বেশি।
পত্নীতলা ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, অবৈধ সীমান্ত পারাপার, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল অপরাধ কার্যক্রমের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.