হোসাইন মোহাম্মদ দিদার(দাউদকান্দি) কুমিল্লা
কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ৭ নং ওয়ার্ডের ফুলগাছ বিক্রেতা মিজানুর রহমান নেছারকে আওয়ামী লীগ কর্মী ট্যাগ দিয়ে গত ৫ আগষ্ঠে ইস্রাফিল হত্যা চেষ্ঠা মামলায় গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার পর মডেল থানার সামনে ফুল বিক্রি করার সময় তাকে আটক করে মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মিজানুর রহমান নেছার পৌরসভার ৭নং ওয়ার্ডের উত্তর গাজীপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে৷
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মিজানুর রহমান নেছার পেশায় ফুল গাছ বিক্রেতা সে নিয়মিতভাবে দাউদকান্দি পৌরবাজারের শহীদ রিফাত পার্কের সামনে বিভিন্ন প্রজাতির ফুল ও ফলদ গাছ বিক্রি করতেন।
সম্প্রতি তাকে আওয়ামী লীগের কর্মী দাবি করে গ্রেপ্তার করলেও প্রকৃত পক্ষে সে একজন ফুল গাছ বিক্রেতা৷ স্থানীয়দের দাবী কিছু কুচক্রীমহলের ইন্ধনে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
এ সময় ওই ফুল বিক্রেতা নিজেকে রাজনৈতিকভাবে সম্পৃক্ত নন বলে দাবি করে এবং তার বিরুদ্ধে পূর্বেও কোন মামলা ছিল না ও বর্তমানেও এজহার নামীয় আসামিও না৷
ভুক্তভোগীর পরিবার ও তার স্ত্রী হাওয়া বেগম জানান, আমার স্বামী দীর্ঘদিন ধরে সৎভাবে ফুল গাছ বিক্রির ব্যবসার সঙ্গে জড়িত এবং তার কোনো রাজনৈতিক পরিচয় বা কর্মকাণ্ড নেই। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি রাজনৈতিক দলের সঙ্গে জড়িয়ে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও জানান, পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি হওয়ায় তাকে পুলিশ গ্রেপ্তার করায় তার পরিবারের সদস্যরা নিরুপায় হয়ে পড়েছে।
মিজানুর রহমান নেছারকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় সুশীলসমাজ ও সাধারন মানুষের মাঝে নিন্দার ঝড় উঠে।
স্থানীয় সচেতন মহল নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও হয়রানি বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।
দাউদকান্দি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এমআব্দুল হালিম জানান, তাকে বৈষম্য বিরোধী আন্দোলনে ইস্রাফিল হত্যা চেষ্ঠা মামলা আসামি করা হয়েছে। যার মামলা নং ৯৷
আজ বৃহস্পতিবার আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোর্পদ করা হয়৷
দাউদকান্দি-চান্দিনা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) তানভীর ফয়সালের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,বিষয়টি আমি জেনে আপনাদের জানাব।

