Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় নানা আয়োজনে বড়দিন উদযাপন

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
ডিসেম্বর ২৫, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বাগেরহাট জেলার অন্যান্য স্থানের মতো কচুয়া উপজেলাতেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। বাংলাদেশ লুথারেন চার্চ মিশনের আয়োজনে অনুষ্ঠিত এই উৎসবে শিশু-কিশোরসহ খ্রিস্টান সম্প্রদায়ের সব বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে।

বুধবার (২৫ ডিসেম্বর) কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের শানপুকুরিয়া গ্রামে অবস্থিত বাংলাদেশ লুথারেন চার্চ মিশনে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে বড়দিন উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শিশুদের নিয়ে কেক কাটা, ধর্মীয় আলোচনা, বিশেষ প্রার্থনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় উপাসনা।

বড়দিন উপলক্ষে চার্চ প্রাঙ্গণ সাজানো হয় রঙিন স্টার, ক্রিসমাস ট্রি ও আলোকসজ্জায়। এছাড়াও উপস্থিত অতিথি ও ধর্মপ্রাণদের জন্য নানা বর্ণের সুস্বাদু খাবারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লুথারেন চার্চের বিশপ মনতোষ ব্যানার্জী ও রেভারেন্ড নহিমিয় বিশ্বাস। এ সময় কচুয়া লুথারেন চার্চ মিশনের দায়িত্বপ্রাপ্ত পালক উথান হালদারসহ স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও সরকারি কমিশনার (ভূমি) আসিফ হায়দার ও কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসান চার্চ পরিদর্শন করেন এবং খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন।

বড়দিনের উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে চার্চ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। দিনশেষে সন্ধ্যায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।